- Get link
- X
- Other Apps
SUNDAY, 8 APRIL 2018
পাগলের চুরি বা অন্য কোন অপরাধের শাস্তি সম্পর্কেঃ
পাগলের চুরি বা অন্য কোন অপরাধের শাস্তি সম্পর্কে।
★ উছমান ইবন আবূ শায়রা (রহঃ) -- হযরত আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তি হতে কলম উঠিয়ে নেওয়া হয়েছে (অর্থাৎ যাদের ভাল-মন্দ আসল লেখা হয় না)। এরা হলোঃ
(১) নিদ্রিত ব্যক্তি - যতক্ষণ না সে জাগরিত হয়।
(২) পাগল ব্যক্তি - যতক্ষন না সুস্থ হয় এবং
(৩) নাবালক ছেলে মেয়ে - যতক্ষণ না তারা বয়োপ্রাপ্ত হয়।
(১) নিদ্রিত ব্যক্তি - যতক্ষণ না সে জাগরিত হয়।
(২) পাগল ব্যক্তি - যতক্ষন না সুস্থ হয় এবং
(৩) নাবালক ছেলে মেয়ে - যতক্ষণ না তারা বয়োপ্রাপ্ত হয়।
Reference :
গ্রন্থঃ সূনান আবু দাউদ
অধ্যায়ঃ ৩৩/ শাস্তির বিধান (كتاب الحدود)
হাদিস নম্বরঃ ৪৩৪৬ | 4346 | ٤۳٤٦
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
অধ্যায়ঃ ৩৩/ শাস্তির বিধান (كتاب الحدود)
হাদিস নম্বরঃ ৪৩৪৬ | 4346 | ٤۳٤٦
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
★ উছমান ইবন আবূ শায়বা (রহঃ) --- ইবন আব্বাদ (রহঃ) থেকে বর্ণিত যে, একদা উমার (রাঃ) এর নিকট একজন পাগলীকে উপস্থিত করা হয়, যে যিনা করেছিল। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীদের সাথে পরামর্শ করে, তাকে পাথর মেরে হত্যার নির্দেশ দেন। এ সময় আলী (রাঃ) সেখানে উপস্থিত হয়ে সে মহিলা সম্পর্কে জানতে চান। তখন তাকে বলা হয়ঃ সে অমুক গোত্রের একজন পাগল মাহিলা। সে যিনা করায়, তাকে পাথর মেরে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। তখন আলী (রাঃ) বলেনঃ তাকে ফিরিয়ে আনো। উক্ত মহিলাকে ফিরিয়ে আনা হলে, আলী (রাঃ) উমার (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে বলেনঃ হে আমীরুল মুমিনিন! আপনি কি অবগত নন যে, তিন ধরনের ব্যক্তি হতে কলম উঠিয়ে নেওয়া হয়েছে? তারা হলোঃ (১) পাগল যতক্ষণ না সে সুস্থ হয়
(২) নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় এবং
(৩) নাবালেগ ছেলে মেয়ে যতক্ষণ না তারা বালেগ হয়। তখন উমার (রাঃ) বলেনঃ হ্যাঁ। আলী (রাঃ) জানতে চান, তবে কেন এই পাগলীকে পাথর মেরে হত্যা করা হচ্ছে? তখন উমার (রাঃ) বলেনঃ এখন আর এরূপ করা হবে না। আলী (রাঃ) বলেনঃ আপনি তাকে ছেড়ে দিন। তখন উমার (রাঃ) তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং তাকবীর পাঠ করতে থাকেন।
(২) নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় এবং
(৩) নাবালেগ ছেলে মেয়ে যতক্ষণ না তারা বালেগ হয়। তখন উমার (রাঃ) বলেনঃ হ্যাঁ। আলী (রাঃ) জানতে চান, তবে কেন এই পাগলীকে পাথর মেরে হত্যা করা হচ্ছে? তখন উমার (রাঃ) বলেনঃ এখন আর এরূপ করা হবে না। আলী (রাঃ) বলেনঃ আপনি তাকে ছেড়ে দিন। তখন উমার (রাঃ) তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং তাকবীর পাঠ করতে থাকেন।
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ)
অধ্যায়ঃ ৩৩/ শাস্তির বিধান (كتاب الحدود)
হাদিস নম্বরঃ ৪৩৪৭ | 4347 | ٤۳٤۷
হাদিসের মানঃ সহিহ (Sahih)
গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ)
অধ্যায়ঃ ৩৩/ শাস্তির বিধান (كتاب الحدود)
হাদিস নম্বরঃ ৪৩৪৭ | 4347 | ٤۳٤۷
হাদিসের মানঃ সহিহ (Sahih)
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment